বিদায় বেলা ছিড়ে মায়া
যেতে নাহি চাইছে এ মন,
টানতে পিছু একটু থাকি
আরো কাছে জনম জনম।


বিদায় বেলা চোখ খানি তার
যখন নড়ে করে ছলছল,
চাহে কি মন দূরেতে যাই
হৃদয় খুঁড়ে বাড়ায় জখম!


হাত খানি তার যখন নেড়ে
দেয় সে বিদায় নিজ দুয়ারে
যায় তো বুঝা চাইছে কি সে
কেবল বাঁধা লজ্জা শরম।


রুখতে পতি সত্যি সত্যি
কত্তো খুঁজে রত্তি রত্তি,
পায় যদি সে হৃদয় খুঁড়ে
এক বাহানা একটু ছলম*!


১৫/০৫/২০২৩
ময়মনসিংহ।