ভালোবাসে? যাও না তবে
তারে নিয়েই থাকো,
কোন মতলবে উঁকিঝুঁকি
এদিক ওদিক দেখো?


বিচ্ছিরি দাঁত কেলায় হাসে
চোখটা থাকে বেঁকে,
বেহায়া জন জানায় লোকে
দিচ্ছে চুমো নাকে!


উঠতে বসতে ঢং করে সে,
ডাকেও দেখি বাবু!
এত্তো সাহস পায় সে কোথা
তোমায় করে কাবু?


ধার করা বোন পেয়ে এখন
খাচ্ছো পাঁকা কুল,
ডাইনি পেত্নী ভাবছো গৃহে
বিয়েই ছিলো ভুল!


খবরদার হে, আবার যদি
ধরো ঘরের খিড়কি,
হুলো বিড়াল মূর্খ চাঁড়াল
হাসো মুচকি মুচকি?


লাগলে ক্ষিদে ঘাটের মরা
ভুলেও নাড়লে কড়া,
বোরহানি নয় দেবো চাবুক
করবো গৃহ হারা।


০২/০১/২০২৩
ভেলোর, ভারত।