তীরে এসে ডুবলো তরী
কেউ ধরেনি হাল?
লগি বৈঠা ভেসেই গেছে
ছেঁড়াও দেখি পাল!


মাঝিই যদি আঁধার মাঝে
ঘুমায় তুলে ছই,
পাটাতনেই ভাসে নৌকো!
যাত্রী যাবে কই?


বইলে বায়ু উদোম হাওয়া
উঠলে নদে ঝড়,
শান্ত কি রয় মাঝ দরিয়া?
ভূলায় আপন পর।


রাখলে সাহস লক্ষ্য সরস
বাইলে মাঝি ঝড়ে,
ডুবতো তরী এসে তীরে?
ফিরতো সবে নীড়ে।


২৫/১২/২০২২
ভেলোর, ভারত।