তোর ঘরে ভাই আঁধার কেন?
নাই মেহমান ভরা!
দিনের আলোর ভর দুপুরেও
থাকে অমন খরা?


তোর ঘরে ভাই নেই কি খাবার
আপেল আঙুর মুড়ি?
আমার কেমন লোক সমাগম
খাবার ভরা হাঁড়ি!


নেচে গেয়ে মাথায় তুলে
পাড়ায় পরে সাড়া,
তোর দেখি ভাই দিনের বেলাও
ঘরটা থাকে মরা।


শুনে হাসি।


ভাত ছিটালে কাকের অভাব
হয় না আমি জানি,
আসল বন্ধু দুখের সময়
টানতে আসে ঘানি!


মৌমাছি টা বসলে ফুলে
ভাবিস বাসে ভালো?
"ও" হলো ভাই দুধের মাছি
মৌ ফুরোলেই কালো।


২২/০৯/২০২২
ময়মনসিংহ।