দুঃখ পোষার শক্ত খাঁচা থাকলেও
সব দুঃখ সবসময় তাতে পোষে রাখতে হয় না
পরজীবী কিছু কিছু দুঃখ থাকে
অঙ্কুরেই বিনষ্ট করতে হয়,
কেটে ফেলতে হয়
ছেঁটে ফেলতে হয়
না হয় অকৃতজ্ঞ দখল করে লিখে দুখের আলেখ্য।


আবার উর্বর জমিন পেলে সুযোগ বুঝে অকারণে ধরবে বায়না,
বীজ থেকে হতে চাইবে গাছ
হৃষ্টপুষ্ট হয়ে অজান্তেই ছড়াবে শাখা প্রশাখা
বুড়ো বয়সে খুব অভিজ্ঞ বয়োবৃদ্ধ বটবৃক্ষ
হয়তো চাইবে রেখে যেতে বংশধর
পরবর্তী প্রজন্ম,
তুমি তাতে আর ভালোবাসার বীজ বুনতে পারবে না আজন্ম।


১৬/০২/২০২২
চট্টগ্রাম।