যা নাই, তাই নিয়ে তোর দুঃখ এমন?
          ক্ষমতা আর অহংকারে
          ধরবে বলে খুবলে কারো শক্ত চোয়াল!
          খুব কি ইচ্ছে রাজা হওয়ার?
নাকি, পাওনি বলে ঘটিবাটি হাতের লাঠি
          দুঃখ এখন সুপ্ত যেমন বারুদ কাঠি!
          চলবে বলো, বেমালুম তা ভুলে গেলে?
          আছেও একজন;
          তিনিই ধরেন বাঁধার দেয়াল।
শুনলাম, আর যা ছিলো, হারিয়ে ধন সুখের পালং
          তাতেও নাকি দুঃখ তোমার!
          তাই নিয়ে তাই কাঁদছো বসে পুকুর পাড়ে
          ভরবে বলে অশ্রু জলে?
ওরে বোকার হদ্দ, হয় কি এমন পরিতাপের প্রলাপ বকে
          দেখেছো সুখ কখনো কারো সবটা মিলে?


সত্যি, দুঃখ কি তোর হয় না মোটে?
          যৌবন যেটা এমনি গেলো চক্ষু মোদে
          রসাতলে?
          দেয়নি কেনো কপাল খানা জমিন সেজদা
          থাকতে সময় গায়নি কেনো খোদার স্তুতি?
          হয় না ভীতি?
          নড়ে না মন ধর্মকলে?
          তবে তো তোর সত্যি আছে দুখ কপালে।
          করবে টা কি, সামনে সময় অল্প হলে?
          পারবি নিতে পুষিয়ে তা কর্মবলে?
মাঙো!! ভিক্ষে মাঙো!
          সরায় দুর্যোগ মিলে যেনো একটু সুযোগ
          খোদার নিকট
          নয়তো হিসেব মিলবে এতো?
          চলবে শুনি, অপারে তোর প্রবল হলে পূন্য
          সংকট!


২৪/০১/২০২৩
ভেলোর, ভারত।