ওহে প্রিয়ো, খেতে বসে লেজটা লয়ে
                   মুড়োটাই যে কর্তার ভাগে!
                   সুখটা পাঠায় নির্বাসনে
                   দুঃখ খুঁজো ভোরের আগে?


ওহে প্রিয়ো, কাল বৈশেখী গভীর রাতে
                   ঝরলে পানি কপাল চুইয়ে
                   নদী কেনো তোমার চোখে
                   ফুটো যখন আমার নাইয়ে?


ওহে প্রিয়ো, নিদটা তাড়ায় রাত্রি জেগে
                   করছো যখন পতির সেবা,
                   বলতে পারো সুখটা কোথা
                   লুকায় দুঃখ কখন কেবা?


ওহে প্রিয়ো, এই যে তোমার স্বৈর শাসন
                   বাতিল করে নিজের চাওয়া
                   দেখছো কেবল পরের স্বপ্ন
                   এ কেমন ঘোর সুখ-টা পাওয়া?


১৪/০১/২০২৩
ভেলোর, ভারত।