এলো চুলে ত্রস্ত পায়ে
যাচ্ছো কোথা চলে?
আজ কি আষাঢ়! প্রথম বারি?
ঝরে কদম তলে?


নয় কামিনী ছড়ায় শোভা
ব্যাকুল করা ঘ্রাণে,
ছুটলে কি তাই ঝড়ের বানে
জলসিঁড়ির ঐ বনে?


যায় না বাঁধা নয়ন জোড়া
কৃষ্ণূচূড়া বিনে?
মনটা কি রয় সকল সময়
চার শালিকের গানে?


উঠোন মাঝে আঁধার ঘনায়
চাঁদ উঠেছে জ্বলে,
দূরের পথে সঙ্গে নিয়ো
সঙ্গী নাহি পেলে।


১৭/০৬/২০২৩
চট্টগ্রাম।