ফজর ভোরে ঘুম ভাঙেনি
পাইনি শুনতে আযান,
হয়নি দেখা খোদার ঘরটা
পূন্যে ঘেরা বাগান!


আজ যে চোখের ঘুম ভাঙেনি
দিলটা গেছে মরে,
থাকলে তো কান শুনতে পেতাম
আযান মধুর সুরে।


হাত-পা গুলো নিসপিসিয়ে
দিতো যদি নাড়া,
থাকতাম পড়ে মরার মতো
ঘুমে বেঘোর হারা?


ধিক্ হে রফিক মনটা তো তোর
করলো নামাজ কাযা,
পারবে বইতে সইতে শরীর
খোদার দেয়া সাজা?


৩০/০১/২০২৩
ভেলোর, ভারত।