একলা পথে সেদিন যখন গোলাপ দিলাম
           টসটসে লাল মিষ্টি গন্ধ,
হাতে পেয়ে বললে তুমি, ফুলেও ভেজাল
        দেয় না শোভা পাও না ছন্দ!


আমি ভাবলাম এক জিনিসে মন ভরেছে
       সব তো দেখা সব যে শোঁকা!
আনতে হবে বিদেশি ফুল ভীষণ কড়া
        তবেই ছন্দ মিলবে আনন্দ।


আজকে জানলাম বিরান ভূমি নদীর চরে
         তোমার নাকি বাগান কেনা!
কিনতে গিয়ে রঙিন ফুলের বিরাট বাগান
        তোমার আছে ধার ও দেনা!


বুঝলাম গন্ধ! সেতো কেবল সুতোর ছুতো
          আসল অঙ্ক টাকার অভাব,
সত্যি হলো চাইছো বেচতে ফুলের তোড়া
        জাত ব্যবসায়ীর যেমন স্বভাব!


২৩/০৯/২০২২
ময়মনসিংহ।