গাছেতে বেঁধে ঝুলিয়ে তারে
হাতুড়ি পেটালে জনসম্মুখে
ঝরিয়ে রক্ত যার তুললে ছাল
মন ভরে দিলেও তারে গাল,
তবুও না মিটে আশা দিলে তকমা খাসা
ব্যাটায় নেই মুক্তিযুদ্ধের চেতনা
দেখলেও খুঁজে কোন কালে ছিল কি-না
বাপ দাদা তার পাকিস্তানি সেনা!
না পেয়ে শেষে বললে হেসে
ব্যাটা, দেশ বিরোধি রাজাকার ঘরনার।
কেবল বললে না,
জানাও হলো না আম জনতার
গাধাটার ছিল কি অপরাধ?
তথায় তোমাদের সাথে কি ঘটেছিল কাল?


১৭/০৮/২০২২
ময়মনসিংহ।