আমি হলাম গাঁয়ের ছেলে
এক্কেবারে নিরস,
পেট ভরে খাই মরিচ পান্তা
সঙ্গে রাখি কলস।


লুঙ্গির কোছায় গাছটা বেয়ে
পেরে আনি নারকেল,
পচা ডোবায় ডুব দিয়ে ভাই
খেলতে বসি মার্বেল।


গোয়াল ঘরে গোবর নেড়ে
চরাই গরু ছাগল,
ধূলি গায়ে ঘুরে বেড়ায়
উষ্কখুষ্ক পাগল।


শেষ বিকেলে হেরে গলে
মাথায় তুলি পাড়া,
দাদী-নানীর খুশির ঝিলিক
সুখের নাইকো খরা।


জোনাক ভরে পকেট থলে
ভাসাই বিলে ভেলা,
কে মানে ভাই মায়ের শাসন
ভুলতে বৈশেখ মেলা?


খড়ের গাঁদায় বিছনা পেতে
চলে শোলক বলা,
অলস বেলা ভাই বোনেরা
বসায় হাসির মেলা।


কাস্তে কোদাল নাঙল জোয়াল
এখন আমার নেশা,
যায় কি থাকা মাটি বিনা
মায়ের ভালোবাসা?


১৫/০৯/২০২২
ময়মনসিংহ।