তুমি ভাবো, দেখেনি যে মিশরের পিরামিড,
দূর্ভেদ্য দেয়াল চীনের মহা প্রাচীর,
স্ট্যাচু অফ লিবার্টি কিংবা আইফেল টাওয়ার
বৃথা জনম তার করেনি যে আরোহন চন্দ্র পিঠ
দেখেনি যে হিমালয় চূড়ো শাজাহানের তাজমহল
লোভনীয় হীরে মুক্তো পড়েনি যে গলে
দেখেনি যে শতকোটি সৃষ্টি সমুদ্রের তলে
নেই যার জ্ঞান অসীম মহাবিশ্ব গ্যালাক্সীর কোলে,
তুমি ভাবো সে বধির, অন্ধ নয় তোমার মতো জ্ঞানী,
আর আমি ভাবি হতভাগা তো সে
এতো কিছু পেয়েও এতে কিছু জেনেও
যার নিকট কেবল পৌঁছায়নি আল্লাহর বাণী,
যে এখনো হেদায়েত প্রাপ্ত হয়নি!


০১/১০/২০২২
ময়মনসিংহ।