দাদাগিরি! চলবে না আর,
চলতে হবে সোজা,
ব্যাঘ্র বিড়াল যতোই সাজো
বইতে হবে বোঝা।


হাতের লাঠি পায়ের চটি
যতোই দেখাও বাসন,
মানবো না আর মুখের কথা
চোখের কড়া শাসন।


বইবো না আর বাজার ঝুড়ি
বগল গোলা ছাতি,
বিড়াল তাড়ায় ইঁদুর পুষবো
কিনবো বন্য হাতি।


রাত বিরাতে ফিরবো নীড়ে
টানবো সুখে বিড়ি,
তবু তোমার ভাঙবো শিকল
টুটবো দাদাগিরি।


১৫/০৯/২০২৩
চট্টগ্রাম।