শেষ রাতে নিঃস্তব্ধতার পর্দা সরিয়ে
যখন ডাকেন মুয়াজ্জিন হৃদয় ছুঁয়ে,
"আসসালাতু খাইরুম মিনান নাউম"
"নিশ্চয়ই নামাজ, ঘুম থেকে উত্তম।"


যখন আলো নিভে পৃথিবী অন্ধকার
আমার রব খোলেন তাঁর বদ্ধ দূয়ার,
আসমানে এসে স্বয়ং চলেন ডেকে
আসুক পাপী ফিরুক আলোর পথে।


তখনো এ নরাধম ঘুমে রয় অচেতন
আলো হীন অধম আঁধার করে আপন।


০৯/০৫/২০২২
চট্টগ্রাম।