ও বান্দা তুই, চোখ খুলে তোর
রবের দিকে তাকা,
পথটা কি তোর কঠিন লাগে
একটু খানি বাঁকা?


রাজা বাদশাও তোরই ডাকে
এমনি কি দেয় সাড়া?
উজির-নাজির কত্তো বাঁধা!
বলে "ওরে দাঁড়া!"


আর ঐ আল্লাহ, মালিক যিনি
দু-জাহান এই ব্রহ্মা,
তিনিই ডাকেন নিজেই তোরে
সাক্ষাতে দেন ক্ষমা।


আর যদি তুই চাস কিছু ভুঁই
ধৈর্য্যতে দেন অঢেল,
তবুও ঘুমে থাকবি কি তুই?
সাজিস নারে আঁতেল!


০৫/০৩/২০২৩
গাজীপুর।