ঃওগো অফিস যাবার সময় হলো
করছটা কি তুমি, আমার চশমাটা কই?
দূর ছাই, ঘড়িটাও পাচ্ছি না খুঁজে
ওগো নিয়ে এসো বাধাতে হবে বাবুর ছেড়া যে বই।
ঃ তোমার টিফিন বাটিটায় ভরে দিচ্ছি ছাই
দুপুর বেলা খেও নিও তাই।
আমি আর কি এমন করি
দেখ ড্রেসিং টেবিলের সামনে রাখা আছে সবি।
ঃ আহা চটছো কেন,
আমি কি এমন কিছু বলেছি হেন?
অফিসে আজ আসবেন বড় বাবু যেতে হলে দেরি
একদিনের মজুরিটাই কেটে রাখবেন তারি।
ঃ হয়েছে হয়েছে, যাও যাও
দেখ পথে বাস টাস যদি কিছু একটা পাও।
আহা, শার্টের বোতামটাও লাগাতে পার না
দুপায়ে দু রঙের মোজো, তুমি আর শুধোবে না!
ঃ আবার চটলে! তোমার তো প্রেসার যাবে বেড়ে
একটু ভূল হতেই পারে, ষাড়ের মত কেন আসো তেড়ে?
ঃ কি আমি ষাড়! তোমার বড্ড বেড়েছে বাড়,
আমি আজি যাব বাপের বাড়ি।
এই রইলো তোমার ছেলে মেয়ে, এই সংসার
এবার কিন্তু ভাংবে না আমার আড়ি।
ঃ এই দেখ, আমি আবার কখন কি বললুম
ব্যাগটা দাও, আমি চললুম।
ঃ যাও যাও, ফিরে এসে যদি না পাও আমায়
ভূলেও ও পথে যাবে না, এই বলে দিলুম তোমায়।
ঃ গিন্নি, ফেরার পথে বলাকা মার্কেট হয়ে আসব
আজ মাইনেটাও বোধহয় দিয়ে দেবে, কিছু কি আনব?
গতমাসে দেখে এলে যে শাড়ি টা
আমি আনব না তুমি আনবে ওটা?