অন্ন বস্ত্র বাসস্থান
সব দুঃস্বপ্ন বাগান,
নেই অন্নের সংস্থান
দুনিয়াটা মোদের নরকসম দুঃখটা একাকার।


রোদ ঝড় বৃষ্টি
বাঁধা ক্ষীণ দৃষ্টি,
কেন করলে সৃষ্টি?
দিয়ে অধিকার পাঠাওনি কেন ভবে আবার?


শুধু কি পাপ মেপে
দিলে ভবে সঁপে?
বল কোন অভিশাপে
মরার আগেই কেন গরীব মরে বারবার?


দেহ দিয়েছো জীর্ণ
রোগ জ্বরায় পূর্ণ,
গলায় ঝুলিয়ে স্বর্ণ
ধনী কেন শোনে না, অসহায়ের চিৎকার?


নাই বিদ্যুৎ আলো
ভাগ্য আরো কালো,
অনাথ নেই ভালো,
হে খোদা, কৃপায় দাও বাঁচার অধিকার।
১৩/১১/২০২১
ভারত।