মরার পরেই মিললো সম্মান
দিলে সোনার পদক,
ব্যানার ফেস্টুন লিখলে গুনী
ভাব কবিতার জনক!


গোল টেবিলে বসলে সবে
পড়লে লেখা পত্র,
পৃষ্ঠার পরে পৃষ্ঠা আওড়ে
গাইলেও দু'এক ছত্র।


কেউ-বা আবার টেবিল চাপড়ে
বললে, "জাতির বিবেক",
ছল-ছল চোখে রাখলে বেঁধে
বাঁধ ভাঙা সেই আবেগ।


পাড়ার মোড়ে আমার নামে
গড়লে মোরাল চরণ,
ফাউন্ডেশনও করলে বিরাট
রাখবে না-কি স্মরণ!


বলি কি ভাই থাকলে বেঁচে
একটু দিলে মূল্য,
পূর্নতা-তেই মরতাম আমি
গলায় নিয়ে মাল্য।


০৯/০৪/২০২৩
চট্টগ্রাম।