আমি স্বপ্নে দেখি
উড়ে দাবার গুটি,
সকালে পাই খবর
নড়ে আমার দাঁতের পাটি।


আমি কল্পনায় আঁকি
রাজমুকুটে রাজকন্যা মানসী,
বাস্তবে পাই কুম্ভকর্ণ
কপালে আর জুটেনা ষোড়শী।


আমি ইশারায় দেখি
ডাকছে লাল শাড়ি
কোন পটোল মায়াবী চক্ষু,
কাছে গিয়ে শুনি
বাড়াতে বলে হাত
দেখেছে আমায় চেহারায় ভিক্ষু।


আমি খুঁজি বাহানা
সুন্দরী রমনী ললনা
উপহারে পাঠাই দামী জামা,
হাসি মুখে তাই
যখনি সম্পর্কটা গোছাই
তখনি ভালোবেসে ডাকে মামা।


বসন্তের প্রথম প্রহরে
দাঁড়াই রাস্তার ধারে
হাতে থাকে একগোছা ফুল,
খুঁজি কারো চোখ
ভেবে ব্যবসায়ী মুখ
জনে-জনে সবাই করে ভূল।


কতোবার হয়েছে ভূল
খুশিতে সাজিয়েছি মাস্তুল
এলো বুঝি প্রেমপত্র-ই এখন,
ধরে মুঠো হাত
করে মায়ায় কুপোকাত
শেষে কিনা সাজাতো পিয়ন!


কতো বসন্ত যায়
চুল পেকে জানায়
চোখের নীচে জমেছে কালি।
কপালে প্রেম বসন্ত
থাকবে কেউ অনন্ত
সে আশায় গুড়ে বালি।
০৬/১২/২০২০