স্বার্থের কাছে বিবেক বিকোয়
দুনিয়া লই কিনে,
যদিও জানি মরবো একদিন
হিসেব পুন্য বিনে।


তবুও বেঘোর স্বপ্ন কিনি
অর্থ লইছি চিনে,
হারানোর ভয় আল্লাহ কে নয়
ক্ষমতাই রয় মনে।


তাই সংঘাত হিংস্রতা আজ
ঘটায় দিনে দিনে,
তৃপ্তিয় লভি হোক প্রতিশোধ
পুড়ায় জনে জনে।


অথচ মানব কাঁদিছে ঘোর
যুদ্ধ ফিলিস্তিনে,
রক্তের খেলায় মানুষের জয়
হারে সে কোন ক্ষণে?


২৯/১০/২০২৩
চট্টগ্রাম।