খেতে বসে রান্না করা মাংসের টুকরা
সবার চেয়ে যদি হয় একটু ছোট একটু কম
ক্ষতি কি! হতেও তো পারে,
হজমের আগেই তোমার ফুরোতো দম।


দিনের বেলায় রাস্তা থেকে তুলে খেটে খুঁটে অবুঝ বালকে
যে তুমি শিখিয়েছো পড়ালেখা দেখতে স্বপন!
সন্ধা রাতে যদি শুনো
হরেকরকম ফুল পাখির কলধ্বনি
যদি দেখো মুখর তার বাড়ির আঙিনা ছোট্ট বাগান
কষ্ট পেয়ো না, যদি নাই-বা থাকে তাতে
নাই-বা রাখে পেতে তোমার জন্যে আসন;
তৃপ্ত-ই থেকো, রঙে-ই তো ভরেছে তার জীবন!


ওজনে দিয়ে কম যদি করে অসম বন্টন,
মুচকি হেঁসে একদিন না হয় নিলেই ছোট্ট ভাগ,
থাকলোই না-হয় চালের মধ্যে কাঁকর,
বুঝে কি আর মানব শিশু!
কোনটা কালো আর কিসে পড়ে আচর মনের ভিতর?


তোমার সাথে সহজ খেলা সবাই খেলুক হেসে
মাথায় পরলোই না-হয় তাজ ক্ষণিকের জিতে,
শেষের প্রাপ্তি-ই তো আনন্দের হয়
অপারে হাসার জন্য
তুমি না-হয় হেরেই গেলে আজ!


১০/০৬/২০২২
ময়মনসিংহ।