হাজার খানেক টাকা নিয়ে গেলেন বাবু হাটে,
বাজার শেষে ফিরে বাড়ি মনটা দিবেন পাঠে।
বাজার ফর্দ মাছ আর মাংস কিনতে হবে সব্জি,
ইলিশ মাছের সর্ষে ঝোলে আজ ডুবাবেন কব্জি।
চিংড়ি মাছের চর্চরি ও কাতলা মাছের কোপ্তা,
এই টাকাতেই মিলবে সব-ই চলবে পুরো সপ্তা।
বাকী টাকায় মন্ডা মিঠাই সঙ্গে পাতিল দই,
মুখটা পুরে খাবেন আরো তেলে ভাজা কই।
আলু পটল কে খাবে আজ, নিবেন পোলাও চাল
জমবে ভালো খাসির মাংস সিদ্ধ বুটের ডাল।
বাজার মাঝে দামটা যখন চাইলো মাংস হাজার
বাবু তখন গেলেন ছুটে সোজা মাছের বাজার।
ভাবটা এমন কমেই মিলবে চিংড়ি ইলিশ কাতল,
মাংস জমায় পেটের চর্বি, লাগবে ঔষধ বোতল।
চিংড়ি যখন চাইলো আটশ, ইলিশ দেড় হাজার
বুঝেন বাবু কাতল মাছটাও খুঁজাই হবে বেকার।
হতাশ হয়ে ফিরেন বাড়ি কিনেন নাইলোটিকা,
হাজার কেবল সংখ্যা এখন মধ্যবিত্তের ধোঁকা।


১৮/০৬/২০২৩
চট্টগ্রাম।