জানি, এসেই তো যাবে চলে
তবে কেন কেশে একটু হেসে চাচ্ছো হিসেব?
কে জিতল? কার পাল্লায় জুটলো বেশি,
ত্বরা তোমার, থাক না আজ, নাইবা হলো ভাগ।


তুমি দিয়েছো বেশি পেয়েছো কম,
নিলাম মেনে, আমি দোষী! তাতেও খুশি,
আমি তো চাইনা জিততে একা!
তুমিই তো উড়িয়ে সুখের ঘুড়ি কাটছো রশি।


দেনা পাওনার পুরনো খাতা
থাকনা তোলা, কার কি-ই বা হবে এমন ক্ষতি?
মহাজন তুমি, চাইতে পাওনা
ফিরে যদি আসতে পারো, তখন খুলো নথি?


ভাবছো, গেলে চলে, যাবে ঠকে?
আর আমি, ইচ্ছে করে সময় তলে যাব ভুলে!
এতো হিসেব! আসলে, খুব কি বাকি?
পেয়েছো যা ধরেনি মনে! সব পড়লো গলে?


২০/১০/২১,
চট্টগ্রাম।