(উৎসর্গঃ এ আসরে আমার ৩০০তম কবিতা আমি উৎসর্গ করলাম, ভারতের কর্নাটক রাজ্যের হিজাব পরিহিতা কলেজ ছাত্রী "মুশকান খান" কে।)


ঘুমন্ত বাঘিনীকে কেন জাগাও হে মানব ভ্রাতা?
দাও না থাকতে তারে তার-ই মত!
জাগাও যদি বাহিরে বইবে ঝড়
হবে প্রতিবাদ মুখোড় গোটা দেশ গোটা মুসলিম বিশ্ব,
বাড়বে তাতে তোমার নিজেরই শরীর ক্ষত।


দেখে লিকলিকে গড়ন, ভেবো না তারে অনাথ দূর্বল
দেখ অঙ্গুলি তার! সাথে চলে ঠোঁট কি দূর্বার!
হিজাবী বাঘিনী, শিয়ালে কি আর সে হয় পিছুপা?
না মানে পরাজয়, না মস্তকে হয় নত?
বীরদর্পে দাপায় মাঠ একাই করে ধ্বংস সব চুরমার।


ভ্রাতা, হীরে জহরত যত থাকে ঢাকা তত ভাল
কাটবে না কাঁচ পড়বেনা বাজ
অপমৃত্যুর ভয় তখন কেবল শূন্য,
মনেরেখ, কালো হিজাবের ঈমানি আলো
পায় শোভা মুমিনের মাথায় রাখে করে তাজ।


০৯/০২/২০২২
চট্টগ্রাম।