তন্দ্রা ভেঙে যখন ছুটলাম মসজিদ,
            দিলাম দৌড়,
আজ ঠেকায় কে? বিজয় সুনিশ্চিত।
দেখি গিয়ে দূয়ার তোমার লোকারন্য
             আমিই পিছনে
শুধু আমার হিসেবের খাতায়ই শূন্য।


মনে ভাবলাম, ফেলব পিছনে সকলে
              তোমায় জপে,
গড়বো পাহাড় পূণ্যে যাবে না বিফলে!
দেখি বন্ধুরা সব যদিও খেলছে খেলা
             আসমান তাদের
পূর্ণ এখন পূণ্যে আমার হেলায় বেলা!


ভাবলাম, দানেই আমি যাবো ছাড়িয়ে
              ফেলবো নিচে
চেয়ে দেখি শূন্য, আছি সব-ই হারিয়ে।
বন্ধুরা আমার কবে-ই দানে হয়েছে বড়
                অধম আমি,
রইলাম পিছে, শূন্য এখন মনের ঘর-ও।


২৬/০১/২০২২
চট্টগ্রাম।