লিখছো তুমি আরো লেখো প্রেম উপন্যাস
প্রবন্ধে থাক কঠিন সত্য মানুষ খেকো
হোকনা ঝাল ঠক মিষ্টি আর রসের সৃষ্টি,
লক্ষ জনে রাখুক মনে
চলুক বুলি গানে গানে সর্বজনে!
তবুও তুমি দিচ্ছো কেনো পর্দা জুড়ে নিজের ছবি?
বুঝছি আমি লেখা টা হোক যেমন তেমন
হিট হওয়াটাই মনের দাবি!


দুহাত ভরে করছো যে দান, আরো করো;
তুলছো কেনো নিজের ছবি?
তবে কি এই প্রচার বিমুখ মহান দাতার
মনে মনে হিট হওয়াটাই একটু দাবি!


পারো না ছাই গাইতে
তবুও দেখি রাত বিরাতে পিটিয়ে ঢোল
চেঁচায় গলা ধর্মতলা; দিচ্ছো জানান তোমার গলা!
আমি ভাবি পাগল নাকি?
বুঝবে কেবা মনের চাওয়া
আসলে তার হিট হওয়াটাই মনের দাবি।


ধর ধর বলে দিলো আওয়াজ বজ্রকন্ঠী
আমি ভাবলাম, নিশ্চিত চোরে করছে চুরি
আহা কি ঐ, মহৎ সে প্রাণ!
করছে পাকড়াও ধরে তাও পরের গাও
সত্যি হলো মিথ্যে আওয়াজ ফাঁকা বুলি
যেনো তেনো চাইছে কাঁড়তে সবার দৃষ্টি
ঐ যে ইচ্ছে!
আসলে তার, হিট হওয়াটাই মনের দাবি!


২৩/০১/২০২৩
ভেলোর ভারত।