ওহে লোভী আদম মানব
তোমার কি শখ হয়নি পূরণ?
নাই নাই বলে একতলা ঘর চোখের সামনে
ক'দিনেই যে করলে দ্বিতল,
কিনলে আরো ধানি জায়গা অল্প অল্প কয়েক শতক,
ভরেনি মন?
হয়নি পূরন মনের বাঞ্ছা?


দূর দূর বলে ছাড়লে হাঁটা কিনলে গাড়ি
দেখালে হাত হাতটা ছাড়ি
কতো বড়ো এখন তুমি
আর তোমার ঐ প্রসাদ সম দালান বাড়ি!


কাজ কাজ বলে অনেক তো ভাই সময় নিলে
খুঁজলে ছেলে মেয়ের দিলে সান্ধ্য বিয়ে,
ছুটিয়ে ভ্রম ছেলের মতি
জুটিয়ে কাজ হলোও তো আজ ছেলের গতি,
এখন যখন বুড়ো-বুড়ির ঠিক অবসর পুরোপুরি
তখনো কি বলবে তুমি হয়নি সময়
নিভৃতে এক আল্লাহ ডাকার?


ওহে ভ্রাতা আদম মানব,
কলে বলে এমনি যাবে সময় তোমার,
বুঝবে যখন নিভবে বাতি ঘরটা রবে ঠিক অন্ধকার।


২৯/০৩/২০২৩
ময়মনসিংহ।