ক্ষুধায় কাতর যে পিত্ত থলি
শুধু পানি আর খোদার কৃতজ্ঞতায়
শেষ রাতে পেয়েছিল নিবৃত্তি,
সকালে উঠে যদি দেখে সে দুয়ার,
ঝুড়ি ভরা খাদ্যে তোমার যাকাত
পৌঁছে গেছে খোদার উপহার!
ভাবো, ছলছল জলে তার দুটি হাত
খুঁজবে কিনা খোদার দরবার!


ঋণগ্রস্থ যে অস্থির মস্তিষ্ক
চাপা দিয়ে রেখেছে পাহাড় কান্না
সন্দিহান ছিলো বাঁচার অস্তিত্ব,
যদি দেখে সে কেউ এসে
বাড়িয়ে হাত এনেছে উপহার যাকাত
কাঁধের বোঝা সরিয়েছে হেসে,
বলো, কৃতজ্ঞতায় ঐ দুটি চোখ
খুঁজবে কিনা খোদার দুয়ার!


হাসি যদি চাও দেখতে খোদার,
খুঁজো প্রতিবেশি আত্মীয় স্বজন
কোথায় আছে ক'জন অনাহার,
বিলিয়ে দাও উদ্বৃত্ত তোমার যাকাত
তাঁদের হক খোদার নেয়ামত
আর কিনে নাও নিজ জান্নাত।


১০/০৪/২০২২
চট্টগ্রাম।