আমার যে লোক কঠিন শত্রু
এক্কেবারে জানের দুশমন,
সেও বলে না রোগে ভোগে
মরুক ব্যাটা দিকগে জীবন।


কে তুই হে ভাই পরম বন্ধু
দিলি গালি অভিসম্পাত!
বললি মরগে ছাড় দুনিয়া
বন্ধ খাওয়া উঠুকগে ভাত।


তোর সে কথায় শুনে হাসি
চোখের কোনেও জমে পানি,
আমি মরলে তোর যদি হয়
জান্নাত পাওয়া পূন্য খানি!


তবে জানিস তোকেই দেবো
সুখের সে চর জমির উপর,
ঐ অপারে চাইবো আল্লাহ্য়
দাও বিনিময় জান্নাতে ঘর।


১১/০৩/২০২৪ইং
চট্টগ্রাম।
জীবনে কিছু কিছু না পাওয়া, কিছু কিছু কষ্টের কথা কেবল আল্লাহ কেই বলতে হয়। তাঁর কাছেই জমিয়ে রাখতে হয় অন্যের দেয়া বেদনার কাব্য। কারণ, বিনিময়টা যে স্বয়ং আল্লাহ-ই দেবেন।