ওহে প্রিয়, এখনো ভাঙেনি তোমার ঘুম!
দেখ...ঝকঝকে আকাশে কেমন উঠেছে চাঁদ!
চাঁদের আলোয় কেমন সেজেছে ধরা!
পাশের তাঁরা, ধরবে তোমায় জানিয়েছে সাধ।
সিগ্ধ হাওয়ায় লাগবে গায়ে দোলা
চোখ বুজে কি করে দেখবে, পাখপাখালির মেলা!
একটু পর উঠবে যখন সূর্য মামা
তখন তুমি সব হারাবে বন্ধ হবে মানব বরণ ডালা।


ঐ দেখ...! কেমন ফুটেছে সুগন্ধি বকুল
অভিমানে যাচ্ছে ঝড়ে তোমার প্রিয় শিউলি ফুল।
ফুলের রাণী নাইটকুইন! সেও ফুটেছে আজ
তুমি এতো ঘুম কাতুরে.......! এই ফোটালাম হুল!
ঐ দেখ, ভেসে এলো মুয়াজ্জিনের আযান
এবার তোমায় জাগতে হবে যতোই থাকুক বিমার,
উঠো, উঠো বলছি, ওযুতে ভেজাও অঙ্গ
প্রিয়, অন্তহীন জান্নাতে চাও হারাতে আমার সঙ্গ?
২৫/০৮/২০২১
চট্টগ্রাম।