টাকা থাকলেই চড়ার সিড়ি
যায় না উঠা জাতে,
কাক যতোই যাক নেপাল ভুটান
চলে কাকের সাথে।
স্যাুট টাই-য়েতেও হয় না সাহেব
থাকন লাগে বিদ্যা,
লাগে শিক্ষা আদব লেহাজ
সঙ্গে চোখের পর্দা।
বাদ দিতে হয় অজাতকুজাত
চলার ভন্ড সঙ্গী,
খারাপ কাজ আর কুচিন্তা তার
নষ্ট অঙ্গ ভঙ্গী।
ধন তো ব্যাটা সবাই কামায়
মেথর মুচি কুলি,
কয় জন হেগো উঠে জাতে
স্বভাবরে দেয় বলি?
১১/০৫/২০২৫ ইং
জামতলা, বাকৃবি শেষমোড়,
ময়মনসিংহ।