আমি শুনেছিলাম
বা পাশের হাড় গুলো না-কি ভীষণ নরম,
কই, আমি তো দেখি বেজায় শক্ত
হাওয়া দিলেও ফুলে না সদা রয় গরম!


আমি শুনেছিলাম
বাগানের ফুল গুলো না-কি হয় বেহেশতের হুর,
এখন দেখি, সুবাস দূরে থাক
আলোও ছড়ায় না পাল্টে ফেলে সুর!


চৈত্রের দাবদাহ যেমন থাকে
শরৎ এর সাদা শুভ্র আকাশও হাসে সবুজ ক্ষেতে!
আমিও চাই ঝড়টা আসুক বাঁধটা ভাঙুক
ডুবিয়ে সব মরার আগে আমায় রাখুক সাথে।


১২/৪/২০২২
চট্টগ্রাম।