কাল রাত্রের ঝড় দেখেছিস, ঝড়?
ঝড় নয় গো, বল মস্ত তুফান!
এই না দেখে কি আর বলবে কেউ
আকাশ থাকে নীলের বাগান!


দূরে মেঘ গুলো সব আকাশ ফুঁড়ে
গুর গুর করে, করছে মাতাম,
মাথা উঁচু বাঁশঝাড় কদম ছুঁয়ে
কাকে যেনো দিলো সেলাম।


শাই শাই বাতাস এসে কানের কাছে
খুব গাইছিলো চেঁচিয়ে গান,
আম গাছটার ডালটা ভেঙে পড়লো যেই
মনে হলো ছুঁড়লো কামান।


কি ভয়ংকর ব্যাপার বলো ভেবে!
আমি তখন ভীষণ ভয়ে।
দেখি এক কোনেতে একলা বসে
মা আমার তসবিহ যপে!


২৫/০৩/২০২২
ময়মনসিংহ।