সাগর মাঝে সুদীর্ঘ এক রাতের শেষে
প্রতিক্ষায় যখন ভোরের!
মনে ভাবি, সৃষ্টিকর্তা দিলো বুঝি শিশির ফোঁটা স্নিগ্ধ সকাল,
কালো মেঘে ঠিক তখনি দেখি; আকাশ ছেয়ে।
তরী আমার দিগবিদিক ডানে-বামে কেবল ঝড়েই দোলে
ঝড়েই ঝরে জল
বর্ষাতে হয় টালমাটাল।


এতো জল তবুও সাগরের তৃষ্ণা মেটে না।


০৮/০৮/২০২৩
ভেলোর, ভারত।