যেদিন আমার বৃষ্টি ভেজা পদ্য গুলি
পথের ধূলোয় রইবে পরে নিরব একা,
অনেক খুঁজেও দেখবে তখন শূন্য নদী
তুমি তাতে আর পাবেনা জলের দেখা!


তবু যদি কেউ কোনো দিন উজর বিনে
উল্টো পাতা পথিক দলে মনের ভুলে,
জেনো রেখো দীর্ঘ শ্বাসই বাড়বে তাতে
ভরবে খাতার শূন্য পাতা বিষের নীলে।


হৃদয় নীড়ে স্মৃতির মিনার স্মৃতিই গড়ে
জমায় ধূলো গভীর পুরু পাতায় পাতায়,
জানবে না কেউ সান্ধ্য বেলা মনের ব্যথা
গোপনই রয় অলখেই ঐ জীবন খাতায়।


০৪/০৩/২০২৩
ময়মনসিংহ।