যদি পারতাম! যদি থাকতো ক্ষমতা!
দৌড়ে যেতাম আরশে আজীম সিদরাতুলমুনতাহা,
খোদার দরবারে চাইতাম তোরে, তোর রোগমুক্তি
আমার তোফা।


যদি থাকতো ক্ষমতা!
ছালামে নবীর রওজায় বলতাম কেঁদে,
"ইয়া রাসূলাল্লাহ্! দুনিয়াতেই চাই দুনিয়াতেই দিন,
হাউজে কাওসারের একঠোক পানি
আমার ছেলের জন্য করুন মেহেরবানি;
আল্লাহর কসম, পরপারে সবাই যখন ছটফট করবে তৃষ্ণায়
আর চাইবো না কিছু; দিলাম কথা খানি।"


যদি থাকতো ক্ষমতা!
ছেলে আমার; খোদার কাছে নিতাম চেয়ে, নয়তো বদলে;
তোর আর আমার ভাগ্যখানি।


২১/০১/২০২৪ইং
চট্টগ্রাম।