প্রখর রৌদ্রে শরীর পুড়ে, যখন দগ্ধ মন
আহার তখন ধ্যান তপস্যা, খোদায় সমর্পন।


অনেক ঘুরে পথে পেলাম, পানির একটা ফল
মরুভূমির মাঝেই যেনো, প্রাণে ফিরলো বল।
ভাবি খোদা এই অধমে, চাইলেন তুলে মুখ
নয়তো খোদা জলটা দিয়ে, দিতেন কেনো সুখ!


কেটে-কুটে ডাবের জলে, ভিজবে যখন মুখ
হাত টা ফসকে পড়লো নীচে, বড্ড লাগলো দুখ।
এতো ডাকি তবুও খোদা, দেননি খেতে জল
পাপের বুঝি হয়নি ক্ষমা, তাইতো অমন ছল!


হঠাৎ দেখি কোত্থেকে ঐ, হাজির কুকুর এক
ঢপঢপাঢপ খেলো চেটে, রইলো চেয়ে শেখ।
বুঝি তৃষ্ণা আমার চেয়েও, ছিলো বেশি কার?
তাইতো খোদা আমার হাতেই ডাবটা কাটায় তার।


১৮/০৮/২০২৩
ভেলোর, ভারত।