গোধূলি বেলা যখন যাচ্ছে সূর্য অস্ত
সারাদিন কাটিয়ে বেলা কর্ম ব্যস্ত,
হয়নি বলা ছেলে আমার,"জন্মদিন,
আমি তোমায় ভালোবাসি খুব ভীষণ।"


সারা দিনময় হয়েছিল দেখা বহুজন
কতো জনে দেখেছি কতো রাঙা মন,
কেউবা পকেটে রেখে নগদ লক্ষ টাকা
দানে হবে ক্ষয় ঢেকে রাখে পকেটটা।


অফিসে গেলে পাই টের সাদা চোখে
সম্পর্কটা দেয় উল্টে সত্যটা ঢেকে,
যেন ইহকালটাই সব ভূল পরকাল
নশ্বর দেহ কবরে রবে শুধু কঙ্কাল।


মুখস্থ নীতি কথা আর মুখে মিষ্ট বুলি
যেই দেখে বিপদ বন্ধুত্বটা যায় ভূলি,
আবার এলে বিপদ সেই বাড়ায় হস্ত
না ধরিলে হাত তখন করে অপদস্ত।


বাবা জন্মদিনে তোমার এই করি কামনা,
দানে তুমি হয়ো দানবীর দুঃস্থের সম্বল
ভালোবাসাটা পেতে হয়ো ভীষণ দূর্বল।
সত্যটাকে মেনো যতোই হোক নির্মম,
বিপদে করো সাহায্য যতটুকু হও সক্ষম।
০৯/০৩/২০২১