.           আমি যেতে চাই সেই জন-সমুদ্রে
যেথায় নত করে শির,            আছে যতো বীর,
দেয় জানান ঠিক,             লাব্বাঈক লাব্বাঈক,
যেখানে রাজা আমির         সবাই সাজে ফকির।


.        যেতে চাই যেখানে খোদায় মেলে স্বস্তি
চোখে ফেলে জল               মেটবে বিরহ অনল
ছুঁয়ে কাবা নত দৃষ্টি           চাইবো রহমতে বৃষ্টি!
গায়ে মেখে পূন্য ধূলো       চোখ করবো ঝলঝল।


.       আমি যেতে যাই সেই জান্নাতি বাগানে
যেথানে পায় পাপী            ক্ষমায় জান্নাতি সুরভী,
রহমতে ভরে মন              অনুভবে স্বর্গীয় জীবন,
ফিরে নিয়ে পূন্য সব-ই   মনপ্রাণ আল্লাহ-তে সঁপি।


.            আমি যেতে চাই সেই মরুদ্দানে
যেখানে বিবি মরিয়ম         তৃষ্ণায় ফেলেছেন দম
খোদার সেই পরিক্ষায়,          পেয়েছিলেন বিজয়,
সেথায় মেনে নিয়ম, আমিও একদিন ফেলব কদম।


২৮/০৮/২০২১
চট্টগ্রাম।