কাকে ভালোবাসো তুমি?
কার জন্যে দিতে চাও তোমার অমূল্য জীবন!
সেই সে মহান নেতা!
নিজ স্বার্থে তোমার কাঁধে যে রেখেছিল হাত
শুনিয়েছিল রাজনীতির মুখস্থ স্তুতি অসংখ্য ধারাপাত
চিনিয়েছিল প্রশস্থ রথ মরিচীকাময় স্বপ্ন সোপান
আর তুমি ভাবলে এই সে নিশ্চিত পথ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ
তোমার খাঁটি বন্ধু মানব তোমার সুজন।


তুমি ভাবলে, তার কাছে তুমি হলে দুনিয়ার সবচেয়ে দামি
চব্বিশ ক্যারেট কাঁচা সোনা খাঁটি হীরে জহরত
তুমি ভাবলে, তোমার যদি কিছু হয় জ্বলবে আগুন সারা পৃথিবীময়
মৃত্যুর পর তোমার লাশে হবে বিরাট মিছিল
তোমার নেতা, মিছিলে মিছিলে করবে প্রকম্পিত গোটা রাজপথ
রক্তের বইয়ে দিবে রক্তগঙ্গা দুশমনে ছড়াবে ভীতি
সেটা ভালোবেসে নয় বোকা, ভালোবাসাও নয়,
স্রেফ রাজনীতি
মৃত্যুর পরও তোমাকে বানাবে তারই দাবার গুটি।
কাকে ভালোবাসো তুমি?


১৮/০৩/২০২২
ময়মনসিংহ।


(কবিতার এই তুমিটা আমি স্বয়ং নিজে। পাঠক যাতে ভুল না বুঝে, সে জন্যে বলা।)