সেদিন যখন পড়লো ডাকাত
বল্লম ছোঁড়া আনলো বন্দুক,
সবাই তখন ভয়ে অস্থির
পারলে লুকায় খুলে সিন্দুক।


ভয়ে কেবল ডাকলো বিজন
"বাঁচাও বাঁচাও! ডাকু! ডাকু!"
জানিস কে সে আসলো এগোয়?
সে ঐ কালী ঘাটের কাকু!


এক হাতে তার মশাল জ্বেলে
অন্য হাতে বাজালো ঢোল,
একটা যখন পরলো জালে
হৈহৈ রৈরৈ বাঁধলো সরগোল!


আর গুলো সব দৌড়ে পালায়
ফেলে বন্দুক কিরিচ চাকু!
সেদিন বলো কে বাঁচালো?
একজন কালী ঘাটের কাকু।


২৭/০২/২০২৩
ফেনী-কুমিল্লা।