সেদিন যখন বলেছিলাম
ওরে বোকা আম জনতা, অসম প্রেম হয় কখনো?
হাসিখুশি লেজ নাড়ানো দেখেই মজলি প্রেমে!
ভেতরে সে, ঠিকই কিন্তু শৃগাল!
তখন যদি দাঁড়ায় রুখে ধরতি সে ঢাল
পারতো তোরে আজকে ওরে পরাতে হাতকড়া?
বলেছিলাম, "অঙ্কুরের ঐ অসৎ প্রেম
একদিন ওরে খুব ভোগাবে পুড়াবে ধর।"
আজকে যখন প্রেমিক জাফর ধরলো চেপে
বাঁধলো দড়ি জায়গা মতো কোমর বরাবর
এখন কাঁদিস? দিচ্ছিস সে ডাক?
"ভাইয়েরা মোর আবার হও না সজাগ
নয়তো জালিম ছুঁড়বে কালি ভাঙবে কলম রুখবে দুয়ার
ঝুলায় শূলে শূন্যে দোলে খাওয়াবে পাক!"


০১/০৪/২০২৩
গৌরীপুর, ময়মনসিংহ।