কালো কাকের সাধ জেগেছে
ঠোকরে দিবে কোকিল গালে,
গায় সে কেনো ঘ্যাঙর ঘ্যাঙর
শীত কিংবা আর বর্ষাকালে?


রোজ ভোরে তাই নিয়ম করে
ঘুম ভাঙায় সে কা কা শব্দে,
কোকিল ভাবে কাক বেচারা
করছে রেওয়াজ বসে অব্দে।


উপদেশঃ সৎ মানুষের চিন্তা ভাবনা সবসময়ই সৎ।