জানালার পাড়ে আছি বসে,
হঠাৎ পড়লো খেয়াল জংলায় ফোঁটা মনোরম ফুলে,
তোরে কে বানালো "ও ফুল" এতো সুন্দর করে!
লাল নীল হলুদ সাদা আরো কতো কি বাহারে!
একটুও রাখেননি খুঁত গড়েছেন কি যত্ন করে!
কতটা পাপড়ি হলে মানাকে তোকে
কোন গন্ধেই বা করবি মাতাল থাকবি কারো বুকে।
করেছেন খেয়াল, কার লাগবে কাঁটা দিতে নিরাপত্তা
দুশমন যেনো থাকে তোর বহুদূরে।
কে ছড়াবে সৌরভ সকাল আর কে-ইবা বিকাল
কার-ইবা রাত্রি জাগা খুব দরকার,
নয়তো পড়বে ঝরে, মৃত্যুটা হবে অকাল।
এতো কিছু করেও ভাবেন যিনি, তোর আহার
পালাকরে দিতে হবে যোগান তোর শিকড়ে।
কৃতজ্ঞতায় তাঁর, তাই কি তুই পড়িস নুয়ে!
থাকিস কি দাঁড়িয়ে নতশিরে?
পৃথিবীর বুকে তুই যেনো থাকিস যুগযুগ ধরে,
তাই মরার আগে তোকেও রাখেন তোর বংশধরে।
কে আছে এমন দক্ষ কারিগর!
প্রতিটা ক্ষণ প্রতিটা দিন তোর নেয় খোঁজ,
যখন তখন সকাল সন্ধা ভর দুপুর?
১৮/১১/২০২১
ভারত।