কেন বলো মিথ্যে তুমি?
যখন তোমার কবিতার ভাঙে হাড়গোড়
বদহজমে উদরে উঠে করে রক্ত বমি!
কেন বলো ভালো আছো?
যখন তোমার কবিতারা থাকে লাশকাটা ঘরে
অচেতন আর গভীর ঘুমে;
কেন বলো সুখী তুমি
তোমার সুখটা আছে গলায় গলায় মাখামাখা?
যখন ঘুঘু চরা জমিনে তোমার
পরজীবি আর আগাছা গড়ে বসতভিটা,
যখন দেখি আলো জ্বেলে
সেথায় উড়ে কেবল কটা জোনাকি পোকা,
যখন দেখি কালো মেঘ
কবিতার ঢাকে কপোল হাত পা; সময়টাও বাঁধা,
কেন বলো তুমি?


২৪/০৮/২০২২
চট্টগ্রাম।