প্রতিটি দিন কেন হয়না এমন বাদল মুখর?
কেন ঝাকিয়ে আসে না শীত?
কেন, বেতারে ভাসেনা ঘোষণা আজ ছুটি?
বাড়িতে বসে গাইতে হবে গীত।


কেন বেদনায় ছুঁয়ে মেঘ ধরা যায় না বৃষ্টি?
কেন সব জান্তা বউ চালাবে দেশ!
কেন নিত্যদিন একটু হলে দেরি শুনতে হবে,
"জেগো না, ঘুমিয়ে মিটাও খায়েস।"


একটা দিন হতে কি পারে না ঝড় জলোচ্ছ্বাস
বিদ্যুৎ বিভ্রাট, অফিস কামাই ছুটি!
কেন প্রতিদিন খেতে হবে অফিস বসের ঝাড়ি
দুপুরে তেঁতো চা আর শুকনো রুটি।


কেন হয়না এমন! অফিস গেলেই কাটবে বেতন,
বাজিয়ে বীণ হবে নাচন ইচ্ছে মতোন!
আকাশে উড়িয়ে ঘুড়ি বসের মাথায় ভাংবো হাঁড়ি
সবই লাগে দুঃস্বপ্ন ফিরে যখন চেতন।
১৮/১০/২০২১.
চট্টগ্রাম।