হে দুনিয়ায় মানুষ, তোমরা কি ভাবো?
কেয়ামত কখনোই সংঘটিত হবে না!
আর আল্লাহ পারবেন না পুনরজ্জীবিত করতে?
যখন মানুষের হাড় অস্থি চূর্ন-বিচূর্ন হয়ে মাটিতে যায় মিশে!
কসম ঐ মহান সত্তার, যিনি সৃষ্টি করেছেন বিশ্বব্রাম্মন্ড
সৃষ্টি করেছেন মানুষকে
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অদেখা শক্রাণু থেকে রক্তপিন্ড
তারপর ক্রমান্বয়ে করেছেন হাত পা অঙ্গ সুবিন্যস্ত।
আর দিয়েছেন হাজারে হাজারে মাখলুকাত তার সেবায়!
নিশ্চয়ই একদিন হিসাব নেয়া হবে
নিশ্চয়ই একদিন শিঙ্গায় দেয়া হবে ফুঁ
চাঁদকে করা হবে আলোহীন
আকাশ আর জমিন কে দেয়া হবে উল্টে
সমগ্র সৃষ্টিকে করে হবে ভু-লুন্ঠিত
যেদিন মানুষ পালায়নের জায়গা পাবে না খুঁজবে সর্বত্র,
আর বলবে, "কোথায় আমাদের আশ্রয়স্থল?"
যখন জায়গা কেবল একটাই, একটাই সম্বল
আমাদের রব, তাঁর দয়া, তাঁর বিচারালয়!