দখল করে        দ্বিতল দালান
আরো কটা       ফলের বাগান,
রাস্তার পাশে     ধানের আড়ত
সব-ই কেঁড়ে    দাওনি ফেরত।


প্যাঁচে ফেলে        পৌষে মাঘে
কেঁড়ে নিলে      একশো বিঘে।
তাইতো হাসো    বারো মাস-ই
সঙ্গী তোমার      বোতল শিশি!


আজ যে তুমি       খালি হাতে!
ঝুলা কোথায়?    দেয়নি সাথে?
আসেনি কেউ?    বিদায় দিতে?
একাই যাবে?    মিটলো ক্ষিদে?


বাঁচলে বলো        কতো লাগে?
পাওনি কি তা    তোমার ভাগে?
হিসেব করো,       এবার থামো
খাই খাই জেনো   মরণ ব্যামো।


১২/০৬/২০২২
চট্টগ্রাম।