যাও যে তুমি পরের বাড়ী
সন্ধ্যা রাতের নীদ আঁধারে,
কেউ না জানুক তুমি জানো
খারাপ তো কয় এই আমারে।


জিন পরী আর ভূত প্রেতেরা
সুযোগ খুঁজে রাত নিশিতে,
তোমার মতো সুন্দরী-রা
কাবু তো তার এক হাসিতে।
দোষটা পড়ে পতির ঘাড়ে
খারাপ তো কয় এই আমারে।


বেণী খুলে শিউলি তলে
তোমায় যেতে কে বলেছে?
মন খোলা ঐ হাসি তোমার
যে শুনেছে সেই মজেছে।
আবাল বৃদ্ধ আম জনতা
খারাপ তো কয় এই আমারে।


আমি নাকি বলদ গরু
অত্তো-সত্তো প্রেম বুঝি না,
সোনার বাঁধা পালঙ্ক লয়
বাঁধতে নারী তাও পারি না।
তুমি তো যাও জোছনা খুঁজে
খারাপ তো কয় এই আমারে।


২২/১১/২০২৩
উত্তরা, ঢাকা।